logo

সোমবার ১৯ জুন ২০১৭, ০৫ আষাঢ় ১৪২৪, ২৩ রমজান ১৪৩৮

খিলক্ষেত বাজার ব্যবসায়ীদের ধর্মঘট
১৯ জুন, ২০১৭
নিজস্ব প্রতিবেদক
জলাধার ভরাটের কারণে গত কয়েক সপ্তাহ ধরে পানিবন্দি জীবন কাটাচ্ছেন খিলক্ষেত বাজার ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। অবস্থার পরিবর্তনের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করলেও মুক্তি মেলেনি তাদের।

সোমবার সকাল থেকে বৃষ্টির কারণে পানিবন্দি অবস্থার আরও অবনতি ঘটে। এ অবস্থায় সকাল ১১টা থেকে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবিতে ধর্মঘট শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আন্দোলনকারীরা জানান, গত কয়েক সপ্তাহ যাবত খিলক্ষেত বাজার, মধ্যপাড়া, আমতলাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও বাসা-বাড়ির বাসিন্দারা পানিবন্দি জীবন যাপন করছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোনো উন্নতি হয়নি।

এদিকে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় দোকানপাট ও একতলা ভবনের বাড়ি-ঘর প্লাবিত হয়েছে নোংরা পানিতে। নষ্ট হয়েছে দোকানপাটের পণ্যদ্রব্য। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করছেন।

তারা জানান, পুলিশ আবাসন এলাকার নামাপাড়া বড়ুয়া খালে পানি নামার পথ ভরাট করে ফেলায় বৃষ্টির পানি নামছে না। এছাড়া তিনশ' ফিট সড়কের পাশের খাল ও মেট্রোরেল প্রজেক্টের নিম্নাঞ্চলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পানিবন্দি জীবন কাটাতে হচ্ছে তাদের।

অবস্থার পরিবর্তনে দ্রুত এসব জলাধার দখলমুক্ত করার দাবি জানান তারা। পাশাপাশি ম্যানহোলসহ ড্রেনগুলো পরিষ্কার করে পানিপ্রবাহ ঠিক করার দাবি তাদের।

এর আগে গত বৃহস্পতিবার খিলক্ষেত বাজার ব্যবসায়ী ও এলাকার বাসিন্দারা পানিবন্দি জীবন থেকে মুক্তি পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by