logo

শুক্রবার ২১ এপ্রিল ২০১৭,০৮ বৈশাখ ১৪২৪,২৩ রজব ১৪৩৮

বরগুনায় বাসচাপায় নৌবাহিনীর ২ সদস্য নিহত
২১ এপ্রিল, ২০১৭
বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন ফুয়াদ হোসেন (২৩) ও আবদুস সাদেক (৩০)। আহত নৌবাহিনীর সদস্যের নাম এনামুল হক।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আমতলী-কলাপাড়ার সেকান্দার খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, হতাহত নৌবাহিনীর সদস্যরা মোটরসাইকেলে যোগে পটুয়াখালী থেকে কলাপাড়ায় যাচ্ছিলেন। পথে সেকান্দার খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লাহর দান পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেল চাপ দেয়। এতে ঘটনাস্থলেই ফুয়াদ ও সাদেক নিহত হন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এনামুলকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের লাশও এ হাসপতালে রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করলেও এর চালক ও সহযোগী পালিয়ে গেছে বলে জানান ওসি।

সর্বশেষ খবর

প্রথম পাতা এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by