স্পোর্টস ডেস্ক
নাতির কীর্তিতে গর্বিত দাদি দলোরেস আলভেইরো। ছেলেকে নিয়ে গর্ব করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। মাত্র সাত বছর বয়সেই বিখ্যাত বাবার মতো জাদুকরী ফুটবলে দুনিয়া কাঁপাতে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র!
মাদ্রিদের জুনিয়র স্কুল ফুটবল লিগে এবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছে রোনাল্ডো তনয়।
নাতির এ কীর্তির খবর বিশ্ববাসীকে জানাতে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটির ক্যাপশনে রোনাল্ডোর মা আলভেইরো লিখেছেন, ‘মাছের সন্তানেরা জানে, কীভাবে পানিতে সাঁতার কাটতে হয়।’ ওয়েবসাইট।