logo

শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮, ২৩ অগ্রহায়ণ ১৪২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪০

জোড়া শতকে বাংলাদেশকে জেতালেন তামিম-সৌম্য
০৭ ডিসেম্বর, ২০১৮
স্পোর্টস ডেস্ক
একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বিসিবি একাদশ। আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হলে, ডি/এল মেথডে ১১ রানের জয় পায় তামিমরা।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পালা। তবে ওয়ানডে সিরিজ যে সহজ হবে না-তার প্রমাণ মিলল প্রস্তুতিতে। এ ম্যাচে রানের পাহাড় গড়ে বিসিবি একাদশকে ৩৩২ রানের টার্গেট দেয় ক্যারিবীয়রা।

৩৩২ রানের জবাবে শুরুটা যেমন প্রয়োজন ঠিক তেমন ভাবেই শুরু করে দুই বাঁহাতি ওপেনার ইমরুল ও তামিম। ১০ ওভারের আগেই দলীয় ৮০ তোলে এই দুই টাইগার। এরপর পুরো ম্যাচ জুড়ে শুধু তামিম টর্নেডো। ৭৩ বলে তামিম ব্যক্তিগত ১০৭ রানে ফিরে যাওয়ার পর ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। হুট করে ৬ উইকেট পড়ে যায় স্বাগতিকদের। তবে তিন নম্বরে নামা সৌম্য সরকার দলকে জয়ের পথে রেখেই রানের চাকা চালু রাখেন। তামিমের মতো সেও ঝড়ো ইনিংস খেলতে থাকেন। যার ফলে টানা তিন ম্যাচে শতকের দেখা পান এই বাঁহাতি টাইগার ওপেনার। ৭৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় শতক তুলে নেন সৌম্য।

৩৯ ওভার ২ বলে ৬ উইকেটে ৩০৯ রান তোলে বিসিবি। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ফলে ডি/এল পদ্ধতিতে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিসিবি একাদশ।

সর্বশেষ খবর

খেলায় খেলায় এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by