logo

শুক্রবার, ১৩ জুলাই ২০১৮, ২৯ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৩৯

আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমারের হে‌লিকপ্টার
১৩ জুলাই, ২০১৮
বান্দরবা‌নের আলীকদমে আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার ভেতরে প্রবেশ করে মিয়ানমা‌রের একটি হে‌লিকপ্টা‌র। বান্দরবান সেক্টর কমান্ডার ক‌র্নেল ইকবাল হো‌সেন এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৩ জুলাই) সকাল সা‌ড়ে ১০টার দিকে এ ঘটনা ঘ‌টে।

সেক্টর কমান্ডার ক‌র্নেল ইকবাল হো‌সেন জানান,শুক্রবার সকাল সা‌ড়ে ১০টার দিকে আলীকদ‌মের ৪নং কুরুকপাতা ইউ‌নিয়‌নের সীমান্তবর্তী ইয়াং‌রিং পাড়া এলাকার ৬৭-৬৮ বিও‌পির প্রায় দেড় কি‌লো‌মিটার ভেতরে প্রবেশ করে হে‌লিকপ্টার‌টি। ‌এজন্য আনুষ্ঠা‌নিকভা‌বে প্রতিবাদ জানা‌নো হ‌বে ব‌লেও তি‌নি জানান।

সর্বশেষ খবর

শেষ পাতা এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by