logo

বৃহস্পতিবার ২৮, জুলাই ২০১৬, ১৩ শ্রাবণ ১৪২৩, ২২, শাওয়াল ১৪৩৭

শিরোনাম

খাবার খেয়ে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু নড়াইলে
২৮ জুলাই, ২০১৬
পত্রিকা ডেস্ক:
যশোরের নড়াইলে খাবার খেয়ে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ ২০ ছাত্রকে নড়াইল, যশোর ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে চিকিৎসকদের ভাষ্য।

বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া জামেয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃত ছাত্ররা হলো- মাদ্রাসার জামায়াত বিভাগের নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে ইমামুল হক (১৬), সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মোরাদ শেখের ছেলে এবং কেরাত বিভাগের ছাত্র আলিফ (৯), শোভারঘোপ গ্রামের আফছার শেখের ছেলে মো. আশরাফুল (১৬)।

মাদ্রাসার জামায়াত বিভাগের শিক্ষক মো. ইব্রাহিম জানান, বুধবার রাতে ছাত্ররা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে ইমামুল হক (১৬) নামের এক ছাত্র প্রথমে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর পর্যায়ক্রমে অন্য ছাত্ররা অসুস্থ হয়ে পড়লে তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিফ (৯) মারা যায়। এ ছাড়া খুলনায় নেওয়ার পথে আশরাফুলের (১৬) মৃত্যু হয়।

এ ছাড়া গুরুতর অসুস্থ ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মুজিবর মোল্লার ছেলে আবদুল্লাহ আল মামুন (১৮), হামিদুর রহমানের ছেলে সেজান (১২), বাহিরগ্রামের মনিরুল বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (১৩), মফিজুর রহমানের ছেলে মনিরুল (১২), সিঙ্গা গ্রামের ইউনুছ মোল্লার ছেলে সাইদুল (১৩), শুভারঘোপের মশিয়ার মোল্লার ছেলে মুস্তাকিন (১৫), কুদ্দুস শেখের ছেলে ওসমান (১১), দিলু সিকদারের ছেলে রেজওয়ান (১০) ও নিরালী গ্রামের লিটু মিয়ার ছেলে আবদুর রবকে (৮) নড়াইল সদর হাপসাতালে ভর্তি করা হয়েছে। এরা ওই মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনীক সাহা জানান, উপসর্গে মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by