logo

বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭,০৭ বৈশাখ ১৪২৪,২২ রজব ১৪৩৮

শিরোনাম

কলম্বিয়ায় ভূমিধসে তিন শিশুসহ ১১ জন নিহত
২০ এপ্রিল, ২০১৭
আর্ন্তজাতিক ডেস্ক
পশ্চিম কলম্বিয়ার মানজালেসে ভূমিধসে শিশুসহ ১১জন নিহত হয়েছে। গতকাল বুধবার ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সরকার জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের পর শহরটির বেশ কয়েকটি আবাসিক এলাকা কাদা ও পাথরের স্রোতে নিচে চাপা পড়ে। উদ্ধার কাজ পরিচালনায় এখন পর্যন্ত ১১টি লাশ পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

রেডক্রস, বেসামরিক প্রতিরক্ষা, দমকল ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাদায় ঢাকা পড়া বিধ্বস্থ ভবনগুলোতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে রেডক্রস বলছে পাঁচজনকে আহত উদ্ধার করা হয়েছে এবং বিশজন নিখোঁজ রয়েছে।

মানজালেস পরিদর্শনে এসে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, “আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি, দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।”

সরকারি হিসাবে বলা হয়, শহরটির অন্তত ৫৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এক রাতে শহরটিতে যে পরিমান বৃষ্টি হয়েছে তা প্রায় এক মাসের সমপরিমাণ।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই এলাকায় আরো অন্তত দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

চলতি মাসের প্রথমদিকে দেশটির পটুমায়ো প্রদেশের মোকোয়া শহরে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় তিন শতাধিক ব্যক্তি নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুহারা হয়।

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by