logo

বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭,০৭ বৈশাখ ১৪২৪,২২ রজব ১৪৩৮

শিরোনাম

১৪ ঘণ্টা পর আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু
২০ এপ্রিল, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কালবৈশাখী ঝড়ের আঘাতে গ্রিডলাইনে ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটির উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ৪নং ইউনিট ও ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালবৈশাখী ঝড়ের আঘাতে বুধবার সন্ধ্যা ৬টায় গ্রিডলাইনে ত্রুটি দেখা দেয়। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৩নং ও ৪নং এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো সচল কার জন্য কাজ শুরু করেন। বন্ধ হওয়া দুটি ইউনিট সচল করলেও জাতীয় গ্রিডে চাহিদা না থাকায় ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ৩নং ইউনিটের উৎপাদন আপাতত বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by