logo

শুক্রবার ১৩ অক্টোবর ২০১৭, ২৯ আশ্বিন ১৪২৪, ২২ মহররম ১৪৩৮

ইসিকে সংসদ বিলুপ্তির কথা বলবে বিএনপি
১৩ অক্টোবর, ২০১৭
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে প্রস্তাবনা দেবে বিএনপি। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তিনি বলেন,আমরা বড় টিম নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে যাব। এবং সেখানে গিয়ে আমরা লিখিতভাবে আমাদের সব প্রস্তাব তাদের সামনে তুলব।

আমরা সংসদ বিলুপ্তির কথা সুস্পষ্টভাবে বলব। সেনাবাহিনী নিয়োগের কথা আমরা সুস্পষ্টভাবে বলব। নির্বাচনকালীন যখন তফসিল ঘোষণা হবে, তখন প্রশাসনকে যে ব্যবস্থাগুলো নিতে হবে সে বিষয়েও বলব।

আরপিওর কোথায় সমস্যা আছে, সেটি বলব। ভোট প্রদানের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত এবং পর্যবেক্ষকদের ক্ষেত্রে কী কী নিয়ম থাকা উচিত-এসব নিয়ে বিস্তারিত আমাদের প্রস্তাবনায় থাকবে।

শুক্রবার সকালে শান্তিনগরে ইস্টার্ন পয়েন্ট অ্যাপার্টমেন্টে দলের স্থায়ী কমিটির সদস্য অসুস্থ তরিকুল ইসলামের বাসায় যান মির্জা ফখরুল।

অসুস্থ নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময়ে তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপিকা নার্গিস বেগম, তার পুত্র ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলামের সঙ্গে রোববার নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপের বিষয়বস্তু নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।

তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এখন আমরাসহ সব রাজনৈতিক দলই এটি দেখতে চাই।

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by