নিজস্ব প্রতিবেদক
রংপুর সিটি করপোরেশন(রসিক) নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীকে সরিয়ে দেয়ার জন্য সরকার নানামুখী ষড়যন্ত্র করছে। আর এই সরকারকে সহায়তা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বিএনপি প্রার্থীকে সরানোর জন্য নির্বিকার ভূমিকা পালন করছে। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর কাঁটাবনে প্রফেসর এমাজ উদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে।