logo

বৃহস্পতিবার, ০৯ আগস্ট ২০১৮, ২৫ শ্রাবণ ১৪২৫, ২৬ জিলকদ ১৪৩৯

রাখাইনের পরিস্থিতি উন্নয়নে বাস্তবভিত্তিক অগ্রগতি দেখতে চায় জাতিসংঘ
০৯ আগস্ট, ২০১৮
নিউজ ডেস্ক
রাখাইন রাজ্যের পরিস্থিতি উন্নয়নে বাস্তবভিত্তিক অগ্রগতি দেখতে চায় জাতিসংঘ। গতকাল বুধবার মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি।

প্রায় দুই মাস আগে মিয়ানমার সরকারের সাথে ইউএনএইচসিআর ও ইউএনডিপির একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি বলেছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সাথে ও স্থায়ীভাবে ফেরানোর সহায়ক পরিবেশ গড়ে তোলার জন্য মিয়ানমার সরকারের নেতৃত্ব দেওয়ার ইচ্ছাশক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিয়ানমার সরকারের সাথে ত্রিপক্ষীয় সমঝোতা অনুযায়ী আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে রাখাইন রাজ্যের সমস্যার মূল কারণ সমাধান করা প্রয়োজন। বিবৃতিতে আরো বলা হয়, রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নয়ন এবং সমঝোতা স্মারকটি কার্যকর করার জন্য মিয়ানমারকে সহযোগিতা দিতে ইউএনএইচসিআর ও ইউএনডিপি প্রস্তুত রয়েছে।

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by