logo

সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮, ২৬ ভাদ্র ১৪২৫, ২৯ জিলহজ ১৪৩৯

বিএনপির মানববন্ধন: অর্ধশতাধিক নেতাকর্মী আটক
১০ সেপ্টেম্বর, ২০১৮
নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে অর্ধশতাধিকের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, কর্মসূচি শুরুর আগে প্রেসক্লাবে যাওয়ার পথে রাজধানীর শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন মোড়- প্রত্যেকটি এলাকা থেকে নেতাকর্মীদের আটক করা হয়। পাশাপাশি কর্মসূচি শেষ করে ফেরার পথেও বিএনপি নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে আটককৃত নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের সহকারী কমিশনার (এসি) এহসান ফেরদৌস জানান, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by