logo

রোববার, ২১ অক্টোবর ২০১৮, ৬ কার্তিক ১৪২৫, ১০ সফর ১৪৪০

সংবিধান সমুন্নত রেখে নির্বাচন চায় এনডিএ
২১ অক্টোবর, ২০১৮
নিউজ ডেস্ক
সংবিধান সমুন্নত রেখে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার মানববন্ধনে এ দাবি জানানো হয়।‘সংবিধান সমুন্নত রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত’করার দাবিতে এ মানববন্ধন করে সংগঠনটি।


মানববন্ধনে এনডিএর চেয়ারম্যান আলমগীর মজুমদার বলেন, ‘জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। একই সঙ্গে ভোটবিহিন অনির্বাচিত প্রতিনিধিও আমরা সংসদে দেখতে চাই না। তাই মানুষের অধিকার ভোট প্রদান নিশ্চিত করতে সংবিধান সমুন্নত রেখে আগামী সংসদ নির্বাচন চাই। যেখানে ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘একটি পক্ষ ঐক্যের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা নির্বাচন বাতিলের ষড়যন্ত্রে বিভিন্ন কৌশল নিয়েছে। তাদের চিহ্নিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

জাতীয় গণতান্ত্রিক জোটের মহাসচিব বি এম নাজমুল হকের সঞ্চলনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন-জাতীয় গণতান্ত্রিক জোটের মুখপাত্র সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, সমন্বকারী অ্যাডভোকেট জাফর আহমেদ জয়, জোটের ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by