logo

বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮, ২৪ কার্তিক ১৪২৫, ২৮ সফর ১৪৪০

জোটের বৈঠকে শরিকদের জরুরি বার্তা দেবে বিএনপি
০৮ নভেম্বর, ২০১৮
নিউজ ডেস্ক
পরপর দুই বার ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপে তেমন কোনও অর্জন না পাওয়া, জাতীয় ঐক্যফ্রন্টের পরবর্তী করণীয় নির্ধারণ এবং আগামী নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিতে ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বসছে জোটের গুরুত্বপূর্ণ এ বৈঠক। এতে জোটের শরিক দলগুলোর শীর্ষনেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন। বৈঠকশেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন। ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনেই তফসিল ঘোষণার প্রতিক্রিয়া জানাবে ঐক্যফ্রন্ট।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সন্ধ্যা ৬টায় জোটের শীর্ষনেতাদের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হতে পারে।’

বিএনপি ও জোটের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বৈঠকটি মূলত জোটের সঙ্গে বিএনপির আগামী দিনের কর্মকৌশল নিয়ে নীতিনির্ধারণী বৈঠক। সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন, এমন সিদ্ধান্তকে সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থী নির্ধারণী আলোচনা, ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচনি সমঝোতার সম্ভাবনা-সমস্যাসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

জোটের অন্যতম নেতা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিঃসন্দেহে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে জোট নির্বাচনে যাবে কী না। আন্দোলনের বিষয়ে ও প্রার্থিতার বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে।’

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by