logo

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮, ১লা অগ্রহায়ণ ১৪২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪০

নির্বাচনী প্রতীক জানাতে ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট
১৫ নভেম্বর, ২০১৮
নিউজ ডেস্ক
জোটগতভাবে নির্বাচনী প্রতীক জানাতে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে আজ দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের আইন পেশার চেম্বারে ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মান্না বলেন, জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের কমন প্রতীক ‘ধানের শীষ’ হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, আমরা সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।’

সর্বশেষ খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by