logo

রবিবার ১৩ আগস্ট ২০১৭, ২৯ শ্রাবণ ১৪২৪, ১৯ জিলকদ ১৪৩৮

আবারও আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা
১৩ আগস্ট, ২০১৭
নিজস্ব প্রতিবেদক
সিদ্দিকুরের চোখে আলো নিভে যাওয়ার সাথে জড়িত পুলিশের বিচারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা ইউনির্ভাসিটির অধীনে সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের মুখপাত্র রাশেদ হাবিব বলেন, আমরা সময়মত পরীক্ষার রুটিন ও ফলাফল চাই।

রাশেদ আরও বলেন, আমাদের লেখাপড়ার সময় যাতে দীর্ঘ না হয়। সঠিক সময়ে লেখাপড়া শেষ করে দেশের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, পুলিশের ট্রিয়ারশেলে শাহবাগে আমাদের তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে দৃষ্টি যাওয়ার সঙ্গে জড়িত পুলিশের বিচার করার কথা থাকলেও এখন পর্যন্ত তাদের বিচার হচ্ছে না। দ্রুত তাদের বিচারের করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএম শাহিন, সানজিদা আক্তার, মুন্না, জাকিত প্রমুখ।

সর্বশেষ খবর

খবর এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by