logo

শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮, ২৭ আশ্বিন ১৪২৫, ০১ সফর ১৪৪০

শুক্রবার বিশ্ব ডিম দিবসে বিনামূল্যে ডিম বিতরণ
১২ অক্টোবর, ২০১৮
প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয় বিশ্ব ডিম দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এ বছর ডিম দিবসে দরিদ্রদের মাঝে বিনামূল্যে সেদ্ধ ডিম বিতরণ করা হবে।

ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন- বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর দিবসটি যৌথভাবে উদযাপন করতে এসব উদ্যোগ নিয়েছে। এ ছাড়া দিবস উপলক্ষে উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা আয়োজন করা হয়।

২০১৭ সালে ডিম দিবসে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) উদ্যোগে রাজধানীর ফার্মগেটে সর্বসাধারণের জন্য প্রতিটি ডিম তিন টাকায় বিক্রি করা হয়। যদিও বিক্রি শুরুর কিছু সময়ে পরে ভিড় সামলাতে না পেরে ডিম বিতরণ বন্ধ করে দেন আয়োজকরা। এ বছর এ ধরনের জটিলতা এড়াতে সেদ্ধ ডিম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এসব ডিম বিতরণ করা হবে দরিদ্রদের মাঝে।

এ প্রসঙ্গে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান জানান, সারা দেশে ডিম দিবসকে বর্ণাঢ্যভাবে উদযাপন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকাসহ সবগুলো বিভাগীয় শহরে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা শহরগুলোতেও সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের মাঝে বিনামূল্যে সেদ্ধ ডিম বিতরণ করা হবে।

সর্বশেষ খবর

খবর এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by