logo

বুধবার ১৯ এপ্রিল ২০১৭,০৬ বৈশাখ ১৪২৪,২১ রজব ১৪৩৮

আজানের সুর আমার খুব ভালো লাগে : পূজা ভাট
১৯ এপ্রিল, ২০১৭
পত্রিকা ডেস্ক
বলিউডের আলোচিত অভিনেত্রী পূজা ভাট বলেছেন, প্রতিদিন ভোরে আজান শুনে আমার ঘুম ভাঙে এবং এটি আমার কাছে ভালো খুব লাগে। সম্প্রতি মাইকে আজান দেয়ার বিরুদ্ধে ভারতীয় গায়ক সনু নিগমের বিতর্কিত মন্তব্যের জবাবে এ কথা বলেন পূজা ভাট।

সোমবার (১৭ এপ্রিল) সকালে সনু নিগম তার টুইটারে লেখেন, ‘প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন।’
তার এ বক্তব্যের জবাবে টুইটারে পূজা আরও লেখেন, ‘বানদারার নীরব গলিতে প্রতি সকালে চার্চের ঘণ্টাধ্বনি এবং আজানের শব্দে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর ভারতীয় চেতনাকে সালাম জানান এবং তার স্মরণে আগরবাতি জ্বালান বলেও উল্লেখ করেন আলিয়া ভাটের ছোট বোন পূজা।’

সর্বশেষ খবর

রুপালি সৈকত এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by