logo

বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭, ২৮ আশ্বিন ১৪২৪, ২১ মহররম ১৪৩৮

চুমু খেতে অস্বস্তি হয় না, অভিজ্ঞতার কথা জানালেন গোস্বামী
১২ অক্টোবর, ২০১৭
বিনোদন ডেস্ক
আজকাল বলিউড সিনেমায় একটি ঘনিষ্ঠ দৃশ্য কিংবা চুমুর দৃশ্য থাকবে না, এটা কল্পনাই করা যায় না। নায়ক নায়িকারা অবলীলায় এই দৃশ্যতে অভিনয় করেন। এবং সেই সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধও করেন। তেমনি শাহানা গোস্বামী জানালেন তার অভিজ্ঞতার কথা।

শাহানা বললেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে তার অসুবিধা হয় না। ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে আপত্তি না থাকলেও তারও যে কিছু শর্ত থাকে সেটাও পরিষ্কার করে দিয়েছেন শাহানা। তিনি বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্য তো স্বাভাবিক বিষয়। তবে পরিচালক বা যার সঙ্গে কাজটা করছি, তার সঙ্গে বোঝাপড়া থাকতে হয়। আর সবচে বড় কথা হলো, অভিনেত্রী হিসেবে এটাই তো আমার কাজ। নিজের কাজটাই ঠিক মতো করে যাওয়া উচিত।’

শাহানা আরও বলেন, ‘আমি অনেকবার চুমুর দৃশ্যে অভিনয় করেছি। একাধিকবার অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছি। তবে কোনদিন আপত্তি করিনি। সহ অভিনেতাকে চুমু খেতে আমার অস্বস্তি হয় না।’

উল্লেখ্য, ২০০৬ সালে বলিউডে পা রাখেন শাহানা। বাংলাদেশি ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ এ দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। ‘হিরোইন’, ‘রক অন’, ‘রক অন ২’, ‘রা ওয়ান’, ‘প্রেম রতন ধন পায়ো’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। কারিনা ও সোনম কাপুরের সঙ্গে ‘ভিরে দি ওয়েডিং’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছেন শাহানা। সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ খবর

রুপালি সৈকত এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by