logo

বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮, ০৩ জ্যৈষ্ঠ ১৪২৫, ৩০ শাবান ১৪৩৯

সালমান খানের 'ভারত'-এ দিশা পাটানি
১৭ মে, ২০১৮
সালমান খানের মেগা প্রজেক্ট 'ভারত'-এ নতুন অন্তর্ভুক্ত হয়েছেন বলিউডের ইয়ং স্টার দিশা পাটানি। টাইগার শ্রফের বিপরীতে 'বাঘি ২'-এ অভিনয়কারী দিশাকে এই মেগা প্রজেক্টে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আলী আব্বাস জাফর।

এক ট্যুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে এবং দিশার একটি ছবি শেয়ার করে আলী আব্বাস জাফর লেখেন, ভারত-এর এই জার্নিতে আপনাকে স্বাগত জানাই দিশা পাটানি।

ছবিতে দিশার অভিনয় প্রসঙ্গে আলী আব্বাস জাফল গণমাধ্যম মুম্বাই মিররকে বলেন, সালমান খানের অল্প বয়সের প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন দিশা। তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ। ছবিতে দিশাকে একটি সার্কাসের ট্রাপিজ স্টার হিসেবে দেখানো হবে বলেও জানান তিনি।
সূত্র : বলিউড লাইফ.কম

সর্বশেষ খবর

রুপালি সৈকত এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by