logo

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬ . ২৩ মাঘ ১৪২২ . ২৫ রবিউস সানি ১৪৩৭

প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
০৫ ফেব্রুয়ারি, ২০১৬

দিনাজপুর : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে দিনাজপুর শহরে বর্ণাঢ্য শিক্ষার‌্যালির নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম -আজকের পত্রিকা

পত্রিকা ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

কিশোরগঞ্জ : ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্ র‌্যালি উদ্বোধন করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। র‌্যালিতে প্রাথমিক, কিন্ডারগার্টেন, আনন্দ স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা জানান, শিক্ষা সপ্তাহ উপলক্ষে শতভাগ ভর্তি নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ, মা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও ক্রীড়ানুষ্ঠান, উঠান বৈঠক, মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে।

পটুয়াখালী : মানসম্মত শিক্ষা, জাতির প্রতীক্ষা- এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে  শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই প্রশিক্ষণ ভবনের সামনে এসে শেষ হয়। পরে প্রশিক্ষণ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম, আবাসিকের  সেলিনা আক্তার প্রমুখ।

দিনাজপুর : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে দিনাজপুরে বর্ণাঢ্য শিক্ষার‌্যালি, আলোচনা সভা হয়েছে।  ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের শিক্ষার‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম। র‌্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় পর্বে সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘মানসম্মত শিক্ষা জাতীয় প্রতিজ্ঞা’ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম, সিনিয়র জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।  ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান। সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সেতারা বেগম ও ফারহানা আফরোজ প্রমুখ। আলোচনা সভা অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

বাউফল (পটুয়াখালী) : ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ প্রতিপাদ্য সামনে রেখে এ বছর বাউফলে উদ্যাপিত হলো ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬’। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ  চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, প্রাথমিক শিক্ষা অফিসার রঙ্গলাল রায়, সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপন ও বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ইয়াসমিন লিপি।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষা সপ্তাহ পালন করে।

বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন অভিভাবক মনির হোসেন, আবুল হোসেন, শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, খাদিজা সুলতানা, মানসুরা আক্তার, জাহিদা সুলতানা প্রমুখ। পরে ভুলতা-মুড়াপাড়া সড়কে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহসান আলী, ইউআরসির ইন্সট্রাক্টর শেখ মোকশেদা জামান, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা মার্শেল রংদী, রাশেদুল আলম, আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, মফিজ উদ্দিন খান প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা- প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শিক্ষা অধিদফতরের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) রফিকুল আলম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম (বগুড়া) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম।

ঠাকুরগাঁও : মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা- স্লোগান সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী প্রমুখ।

সর্বশেষ খবর

সারাবাংলা এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by