logo

শনিবার ১৩ জানুয়ারি ২০১৮, ৩০ পৌষ ১৪২৪, ২৫ রবিউস সানি ১৪৩৯

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৩ জানুয়ারি, ২০১৮
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন।

শনিবার সকালে ময়মনসিংহ শহরে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজির বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের সামনে ট্রাক চাপায় এক রিকশা চালক নিহত হন। নিহতের নাম শাহিন (৩০)। তার বাড়ি তারাকান্দা উপজেলায়। এ দুর্ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস হাজির বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুমায়ূন কবীর নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হুমায়ূন গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

এছাড়া সকাল ৯টার দিকে ভরাডোবা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি মারা যান। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। সেসময় আহত হন আরো পাঁচজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর

সারাবাংলা এর আরো খবর

আজকের পত্রিকা. কমের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by