হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২: ৫৯
ফরিদপুরে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী। আজ রোববার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাঁশগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসে বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় ফরিদপুরগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ফরিদপুরে সংঘর্ষে খাদে পড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু, স্থানীয়দের বিক্ষোভে

পাটগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২৮ নেতা-কর্মী জেলহাজতে

রাষ্ট্রের সব সুবিধা দরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে: সালাহউদ্দিন আইউবী