হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ২ হাজার মামলার নথি উধাও, থানায় জিডি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ২০: ৪৪
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে প্রায় দুই হাজার মামলার নথি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জিডি গ্রহণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ্য করা হয়েছে, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় এক হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপির এখতিয়ারে থাকা অন্তত ৩০টি আদালতে চলমান মামলার নথি এগুলো।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত কক্ষের পাশেই পিপির কার্যালয়। এ কার্যালয়ের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ায় নথিগুলো বাইরের বারান্দার মেঝেতে রাখা হয়েছিল। রোববার দুপুরের দিকে নথিগুলো উধাওয়ের বিষয়টি জানাজানি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘জুলাই অভ্যুত্থানের ঐক্যের আলোকে সংস্কার শেষে আসুন আমরা নির্বাচনে যাই’

কিশোরগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মাহবুব

সাবেক ওসি পালানোয় বর্তমান ওসি বরখাস্ত

ট্রান্সফরমারের খুঁটিতে ঝুলছিল মধ্যবয়সীর লাশ