হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মাহবুব

কিশোরগঞ্জ প্রতিনিধি

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৫
সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৫ সেশনের জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আল মামুন ও সাধারণ সম্পাদক ফকির মাহবুবুল আলম।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে এ কমিটি গঠন সম্পন্ন হয়।

কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাসান আল মামুন গত কমিটিতে জেলা দক্ষিণ শাখার সভাপতি ছিলেন। এবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর বাড়ি জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এলএলবিতে পড়ছেন।

অপর দিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফকির মাহবুবুল আলম গত কমিটিতে জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসায় কামিল (মাস্টার্স) শ্রেণিতে অধ্যয়নরত। তাঁর বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাফেজ আবু হানিফ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি আ ম ম আবদুল হক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি এ কে এম আবু ইউসুফ, অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাজমুল ইসলাম।

কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাসান আল মামুন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে জেলার অন্তর্গত উপজেলা, পৌর, কলেজসহ সাংগঠনিক বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। এরপর এক সপ্তাহের মধ্যে কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

উল্লেখ্য, এত দিন কিশোরগঞ্জ জেলাকে উত্তর ও দক্ষিণ শাখায় বিভক্ত করে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এবার কেন্দ্রীয় সিদ্ধান্তে উত্তর ও দক্ষিণ শাখাকে এক করে কার্যক্রম পরিচালিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

অমর একুশে বইমেলা: স্টল বরাদ্দ নিয়ে বিভক্তি

পর্যটন মৌসুম শেষের পথে দেখা নেই বিশেষ ট্রেনের

নদীর জমি দখল, হচ্ছে বিক্রিও

নেতার ঘেরে আটকা নদীর খননকাজ