চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া ব্যাংক হিসাব অবরুদ্ধের এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন।
আদালতের আদেশে অভিযুক্ত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক ও জেলা সঞ্চয় অফিস চুয়াডাঙ্গার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধ করা হয়।
দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এসব অবৈধ অর্থ ওই ব্যাংকগুলোর ৩৫টি হিসাবে জমা ও লেনদেন করা হয়েছে।
দেশের বর্তমান বাস্তবতায় তিনি এ সমস্ত অবৈধ অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া, বিদেশে পাচার বা বেহাত করার চেষ্টা করছেন। কাজেই ওই ব্যাংক হিসাবগুলো এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানায় দুদক।