হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাকসামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৫
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসামের ভৈসকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং একই উপজেলার উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাতে ঘন কুয়াশা ছিল। ধারণ করা হচ্ছে, দুটি যানবাহনই দ্রুত গতিতে চলছিল। কুয়াশার কারণে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ওয়াজ মাহফিল থেকে রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় ওই তিনজনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী  নিহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শতবর্ষে মিলিত হলেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা

থানা–হাজতে রাখা হয়নি, সহজেই পালিয়েছেন সাবেক ওসি শাহ আলম

জ্বর হলেও সিঙ্গাপুর যেতেন আওয়ামী লীগের মন্ত্রীরা: মিনু

সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে অনিয়ম পেয়েছে দুদক