জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদ না পেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন একদল নেতা-কর্মী। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় তাঁদের।
এ সময় জবি ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি হয়েছে, এই কমিটিতে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছে তাদের বাদ দিয়ে নিজস্ব মাই ম্যান সেটআপ করতে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে।
আব্দুস শুকুর আইমান আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অ্যাক্টিভ দুইটা ব্যাচের ৯ম এবং ১১ ব্যাচের কাউকে কমিটিতে রাখা হয়নি এবং ছাত্রলীগ থেকে ৫ তারিখের পরে ছাত্রদলে যোগ দেওয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে। সুতরাং এই কমিটি আমরা ৪৫ দিন নয় একদিনও মানি না।’
সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রায়হান হোসেন অপু বলেন, ‘যারা সদ্য সাবেক হয়েছে তাদের সামনে এনে রাজনীতির যে ইতিবাচক ধারা, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে জুনিয়র কমিটি হোক। জুনিয়র কমিটি না হয়ে মুরুব্বিদের নিয়ে কমিটি হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের তরিকুল-রাসেল কমিটির সদস্য মাহিয়ান বিন অনিককে এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া যারা ৫ আগস্টের পর ছাত্ররাজনীতিতে এসেছে তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই নিয়মিত ছাত্রদের হাতে রাজনীতি ফিরে আসুক।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই আহ্বায়ক কমিটি দিয়েছি সম্মেলন করার মাধ্যমে নিয়মিত ছাত্রদের পাইপলাইনে নিয়ে আসার জন্য। আহ্বায়ক কমিটি ৪৫ দিনের ভেতর একটি সম্মেলন দিবে। নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়েছে ভালো কথা, তবে তাদের কার্যক্রম যাতে সংগঠনের গঠনতন্ত্রের বাইরে না যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে অনেক যোগ্য রয়েছে, কিন্তু আমরা তো শীর্ষ দুই পদে দুজনকে স্থান দিতে পারব।’