হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২৩: ১৯
আব্দুল আলীম খান মনোয়ার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং ঘিওর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে আব্দুল আলীম খান মনোয়ারের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, বহিষ্কৃত কিংবা দলীয় পদ স্থগিত ব্যক্তির অপকর্মের দায়দায়িত্ব সংগঠন বহন করবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

খানসামায় ভুট্টাখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মামলায় যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী ২ স্কুলছাত্র নিহত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ৭ দশমিক ৩ ডিগ্রি

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক