বরিশালের মুলাদীতে দাফন করা হয়েছে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ। আজ শুক্রবার রাত ৮টার দিকে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিচর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে আজ শুক্রবার বিকেলে জাজিরা থানা চত্বরে ওসি আল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ওসি আল আমিনের ভাই আবুল কালাম জানান, ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে লাশ ঢাকার তেজগাঁওয়ে আল আমিনের বাসায় নেওয়া হয়।
তেজগাঁও এলাকায় গোসল শেষে লাশ বিকেলে জাজিরা থানা চত্বরে নেওয়া হলে তাঁর সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান এবং প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৭টার দিকে লাশ গ্রামের বাড়িতে পৌঁছে এবং রাত ৮টার দিকে দাফন করা হয়।