হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় বড়শিতে ধরা পড়া বোয়াল বিক্রি হলো ৫০ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৪
পদ্মায় বড়শিতে ধরা পড়া বোয়াল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ, যা বিক্রি হয়েছে ৫০ হাজার ৪০০ টাকায়। আজ শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকার জেলে সিরাজ হালদারের হাজারি বড়শিতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে মাছটি নিয়ে আসা হয়। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটি ১৬ কেজি। পরে উন্মুক্ত নিলামে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নিয়েছিলাম।’

চান্দু মোল্লা আরও বলেন, ‘মাছটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছিলাম। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে মুন্সিগঞ্জের এক প্রবাসীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজিতে ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

বরিশালে বিএনপির বিরুদ্ধে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৪

বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয়, সুসম্পর্ক রয়েছে: ডা. তাহের