হোম > সারা দেশ > সিলেট

‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ র‍্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে’

সিলেট প্রতিনিধি

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ২১: ২০
সিকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘ওরিয়েন্টেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর শরীফ ও ড. ফাহমিদা ইসহাক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ. দা) অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা করলে সফলতা আসবেই এবং পড়ালেখার বিকল্প নাই। সবার কাছ থেকে শেখার মানসিকতা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ র‍্যাগিং ও মাদকমুক্ত রাখাতে হবে, এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

মাছুমা হাবিব আরও বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন, যাতে গবেষণা কার্যক্রম আরও বেগবান হয়।

বিকেলে হামলার ঘটনায় বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে হট্টগোল

স্কুলশিক্ষকের মাথায় পিস্তল ঠেকিয়ে জমি দখলে নেন ‘সন্ত্রাসী’ রুবেল

ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণশ্রমিক নিহত

কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপু হত্যা, গ্রেপ্তার ২ জন কারাগারে