হোম > সারা দেশ > ঢাকা

৭৯৫ ভুয়া জন্মনিবন্ধন: তথ্য ফাঁস করায় কর্মকর্তাকে হত্যার হুমকি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ২২: ৩৮
ফাইল ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে ৭৯৫ ভুয়া জন্মনিবন্ধনের তথ্য ফাঁস করায় চরকাটারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ সেলিম মোল্লা।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরকাটারীতে নতুন যোগ দেওয়া সেলিম জন্মনিবন্ধন নিয়ে আগে হওয়া অনিয়মের তথ্য প্রশাসন ও সাংবাদিকদের জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর জিয়নপুর ইউনিয়নের জৈন্তা সেতুতে মুখোশ ও মাস্ক পরা তিন ব্যক্তি সেলিমকে আটক করে হুমকি দেন।

প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লা বলেন, ‘আমি চরকাটারী ইউনিয়নে অবৈধভাবে ৭৯৫টি জন্মনিবন্ধন হওয়ার তথ্য ফাঁস করি। সেই ক্ষোভে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম বলেন, ‘আমি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com