হোম > সারা দেশ > রাজশাহী

ট্রান্সফরমারের খুঁটিতে ঝুলছিল মধ্যবয়সীর লাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৮: ৫৯
বৈদ্যুতিক খুঁটি থেকে লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের খুঁটি থেকে মধ্যবয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সদর ইউনিয়নের জিনইর গ্রামের ফসলি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মৃত ওসমানের ছেলে। পুলিশ বলছে, তিনি ট্রান্সফরমার চুরির জন্য ওই খুঁটিতে উঠেছিলেন। এদিকে চুরির সঙ্গে জড়িত সাজ্জাদ আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে খুঁটিতে ওঠেন আব্দুর রহমান। এ সময় অসাবধানতাবশত শরীরে বৈদ্যুতিক তারের স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মৃত অবস্থায় ঝুলে থাকেন। সকালে কৃষকেরা মাঠে গেলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

অমর একুশে বইমেলা: স্টল বরাদ্দ নিয়ে বিভক্তি

পর্যটন মৌসুম শেষের পথে দেখা নেই বিশেষ ট্রেনের

নদীর জমি দখল, হচ্ছে বিক্রিও

নেতার ঘেরে আটকা নদীর খননকাজ