হোম > সারা দেশ > রাজশাহী

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৪

গাইবান্ধা প্রতিনিধি

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ২০: ১৫
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আবু সায়েম মন্ডল (২৩), রাশেদ আহমেদ (২২), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, পরীক্ষা চলাকালে দুজনকে প্রক্সি দেওয়ায় এবং ইলেকট্রনিক ডিভাইসসহ দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হবে।

আজ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৩টি পদ) ও হিসাব সহকারী (৩টি পদ) পদের জন্য লিখিত পরীক্ষা চলছিল। ৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ৪৩০ জন হিসাব সহকারী পদের জন্য আবেদন করেছিলেন। এর আগে ৫ জানুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

বিকেলে হামলার ঘটনায় বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে হট্টগোল

স্কুলশিক্ষকের মাথায় পিস্তল ঠেকিয়ে জমি দখলে নেন ‘সন্ত্রাসী’ রুবেল

ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণশ্রমিক নিহত

কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপু হত্যা, গ্রেপ্তার ২ জন কারাগারে