সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবদুল বারিক (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বহুলি বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারিক সদর উপজেলার বহুলি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি গ্রামের বিএনপির কর্মী আব্দুল বারিকের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের নুরনবী গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বারিকের ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম থানায় অভিযোগ করলে ক্ষুব্ধ হন নুরনবী ও তাঁর সহযোগীরা।
ওসি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বহুলি বাজারে আবদুল বারিকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে।