হোম > সারা দেশ > রাজশাহী

যমুনা রেলসেতুতে ৯০ কিমি গতিতে চলল পরীক্ষামূলক ট্রেন, চলবে ১২০ কিমি গতিতে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬: ২০
আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬: ২০
যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন। ছবি: আজকের পত্রিকা

চলতি মাসেই উদ্বোধন হতে যাওয়া যমুনা রেলসেতুর ওপর দিয়ে ৯০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলেছে। ট্রেনটি আজই সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চালানো হবে। আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটে পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলার প্রস্তুতি চলছে।

যমুনার ওপর নির্মিত যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

যমুনা রেল সেতু প্রকল্পের কর্মকর্তারা বলেন, আজ পরীক্ষামূলকভাবে পূর্ণগতিতে ট্রেন চলবে। প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পার থেকে পশ্চিম পারে ও পশ্চিম পার থেকে পূর্ব পারে ছেড়ে যায়। এরপর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দুপাশ থেকে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। বেলা ১১টা ১ মিনিটে ৮০ কিলোমিটার গতিতে ট্রেন দুটি সেতু পার হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করেছে। সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে আজই পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি চলাচল করবে।

যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেলসেতুর অবকাঠামোগত নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। ২৬ নভেম্বর সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। সেতুর দুই পাশের ১৩ কিলোমিটার রেললাইনের কাজও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসেই সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঈশ্বরদীর রূপপুরে ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বে’ যুবদলকর্মী গুলিবিদ্ধ

নওগাঁয় ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়, চাষিদের মাথায় হাত

জয়পুরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে গভীর নলকূপ দখলের অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা