হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৩, ২০: ১৭
আপডেট: ১৬ মে ২০২৩, ২০: ১৭

ঠাকুরগাঁওয়ে কারিগরিমুক্ত নার্সসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কয়েকটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও শাখার আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলসহ শহরের চৌরাস্তায় গিয়ে মানববন্ধন করা হয়। সেখানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আরফান আলী, শিক্ষার্থী রুবেল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এই প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য সেবাদানকারীদের অপমান করা হয়েছে। অবিলম্বে এটি বাতিলের দাবি জানান তাঁরা।
দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি জানানো হয়।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সম্পত্তি দখলের তৎপরতা চলছে: ৪৭ নাগরিকের বিবৃতি

অনৈতিক কাজে রাজি না হওয়ায় স্ত্রীকে অ্যাসিড মেরে হত্যার অভিযোগ, স্বামী লাপাত্তা

ঘুষ নেওয়ার সময় ডিমলায় ভূমি কর্মকর্তা হাতেনাতে আটক

মহাসড়কের গাছ চুরি, যুবদলের ৪ কর্মী আটক