লালমনিরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ রোববার দুপুরে লালমনিরহাট বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। সাংবাদিক, পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
আহত সাংবাদিকরা হলেন—আজকের দর্পন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এসআর শরীফুল ইসলাম রতন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না। আহতদের বাকিদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল রয়েছেন। তাঁদের নাম জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লালমনিরহাটে মোটর শ্রমিক ইউনিয়ন আওয়ামী লীগের পতনের পর থেকে কমিটিহীনভাবে চলছে। বর্তমানে পুরাতন রেজিস্ট্রেশনভুক্ত এ সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন ওমর ফারুক বাবলু। অপরদিকে শ্রমিক ইউনিয়নের নাম করে নতুন একটি সংগঠন দাঁড় করানোর চেষ্টা করেন কিছু শ্রমিক। নতুন পক্ষটি নতুন করে সংগঠনের রেজিস্ট্রেশন করতে আবেদন করেন।
যার পরিপ্রেক্ষিতে আজ রোববার সরেজমিনে তদন্তে আসার কথা ছিল কর্তৃপক্ষের। এদিকে নতুন করে রেজিস্ট্রেশন না দিতে পুরাতন পক্ষটি বাস টার্মিনালে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শুরুর দিকে নতুন পক্ষের শ্রমিকেরা তা প্রতিহত করতে হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ইটপাটকলের নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।
এ সময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্না, এসআর শরীফুল ইমলাম রতন ও এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, খবর পেয়ে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহত পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত কোনো অভিযোগ দেয়নি।