হোম > সারা দেশ > রংপুর

কোচিংয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষার্থীর 

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১০ মার্চ ২০২৩, ১৫: ৪৬

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় কোচিংয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন। আজ সকালে কোচিংয়ে যাওয়ার পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রাব্বি (১২)। সে সদর উপজেলার বগুলাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে কোচিংয়ে যাচ্ছিল রাব্বি।

এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো  মামলা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

অর্থাভাবে সংস্কার নেই ক্ষতবিক্ষত সড়ক

লালমনিরহাটে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখলেন কৃষকেরা

জুলাই-আগস্ট আন্দোলনে গুলিতে নিহত আশিকুলের মরদেহ কবর থেকে উত্তোলন