হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ২০: ৪৮

ঠাকুরগাঁও সদর উপজেলার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক সোহেল রানা (৪৫)। আজ রোববার দুপুরে উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকার অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। 

সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, আজ দুপুরে আমতলী এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষ। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। আহত হন ট্রাকের চালক। এ ঘটনায় ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন হয়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে আমতলী এলাকার লেভেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

খানসামায় ভুট্টাখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মামলায় যুবক গ্রেপ্তার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ৭ দশমিক ৩ ডিগ্রি

শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

অর্থাভাবে সংস্কার নেই ক্ষতবিক্ষত সড়ক