হোম > সারা দেশ > রংপুর

পার্কের কক্ষে একান্তে তরুণ-তরুণী, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১৮: ১৭
আপডেট: ২৬ এপ্রিল ২০২৩, ১৮: ১৭

ঠাকুরগাঁওয়ের একটি পার্কের কক্ষে একান্ত অবস্থায় তরুণ-তরুণীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই দুজনসহ মোট পাঁচজনকে অনৈতিক কার্যকলাপের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বপ্ন জগৎ পার্ক থেকে ওই পাঁচজনকে আটক করা হয় বলে আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান জানান। 

তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে পার্কের একটি কক্ষে ‘অনৈতিক কার্যক্রমের সময়’ এক তরুণ ও তরুণীকে আটক করা হয়। পরে তাঁদের সহযোগিতার অভিযোগে পার্কের তিন কর্মচারীকে আটক করা হয়। পরে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সামসুজ্জামান আরো জানান, অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পার্কটিতে ভবিষ্যতে ‘এ ধরনের অনৈতিক কাজের’ পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য পার্কের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেনের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

অর্থাভাবে সংস্কার নেই ক্ষতবিক্ষত সড়ক

লালমনিরহাটে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখলেন কৃষকেরা

জুলাই-আগস্ট আন্দোলনে গুলিতে নিহত আশিকুলের মরদেহ কবর থেকে উত্তোলন

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সম্পত্তি দখলের তৎপরতা চলছে: ৪৭ নাগরিকের বিবৃতি