লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভটভটির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে চার বছরের শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তিথী রানী। সে ওই এলাকার অটোরিকশা চালক বিষ্ণু রায়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিষ্ণু রায় নিজের অটোরিকশায় তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে বেড়াতে বের হন। সড়কে উঠামাত্র একটি ভটভটি তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে মায়ের পাশে থাকা তিথী রানী ছিটকে পড়ে ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনায় তিথীর বাবা-মা আহত হন। স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।