হোম > অপরাধ

পাসপোর্ট অধিদপ্তরের আরও দুই কর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১: ৪৩

পাসপোর্ট অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সাঈদ এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের উপ-পরিচালক রাজ আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ, অনিয়ম ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। 

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদক সূত্রে জানা যায়, ঘুষ ও অনিয়মের মাধ্যমে অতিরিক্ত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা তাঁদের সম্পদ বিবরণী দুদকের কাছে জমা দিয়েছেন। দুদক তাঁদের জিজ্ঞাসাবাদের পর অন্যান্য কাগজপত্র ও আনুষাঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করছে। যাচাই শেষে প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। 

একই অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক মাহের উদ্দিনকে চলতি বছরের ৫ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। এ ছাড়াও গত ৩০ জুন পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আয়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে দুদক।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২