সব রুটে ভাড়ার নির্ধারিত চার্ট করে দেওয়াসহ চার দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন অটোশ্রমিক কল্যাণ সংগঠনের সদস্যরা। আজ বৃহস্পতিবার নগর ভবনের সামনে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারিচালিত ইজিবাইক হলুদ অটোশ্রমিক কল্যাণ সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোশারফ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল গাজীর সঞ্চালনায় লাইন সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সজল সরদারসহ প্রায় পাঁচ শতাধিক অটো গাড়ির মালিক এবং চালকেরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সংগঠনের শ্রমিকেরা চার দফা দাবি তুলে ধরে বলেন, বরিশাল সিটি করপোরেশন থেকে ৭ হাজার ৬১০টি অটো গাড়ির মহাজনী লাইসেন্স দিয়েছে। কিন্তু সেই সব লাইসেন্সগুলোর নবায়ন দিচ্ছে না সিটি করপোরেশন। তাই আমরা লাইনসের নবায়নসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করছি।
শ্রমিকদের দাবিগুলো হলো বরিশাল সিটি করপোরেশন থেকে ৭ হাজার ৬১০টি অটো গাড়ির মহাজনী লাইসেন্স দিয়েছে, সেই সব লাইসেন্সের নবায়ন দেওয়া, অটোচালকদের চালক লাইসেন্স দেওয়া, নগরের রূপাতলী-নথুল্লাবাদ-লঞ্চঘাট-হাতেম আলী চৌমাথা এ সব পয়েন্টে অটোর স্ট্যান্ড দেওয়া এবং সব রুটের ভাড়ার নির্ধারিত চার্ট করে দেওয়া।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ অটোশ্রমিকদের দাবিগুলো দ্রুত মেনে না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকেরা।