হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের সব রুটে ভাড়ার চার্ট করে দেওয়াসহ ৪ দাবি অটোশ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৫
বরিশাল নগর ভবনের সামনে মানববন্ধনে অটোশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

সব রুটে ভাড়ার নির্ধারিত চার্ট করে দেওয়াসহ চার দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন অটোশ্রমিক কল্যাণ সংগঠনের সদস্যরা। আজ বৃহস্পতিবার নগর ভবনের সামনে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারিচালিত ইজিবাইক হলুদ অটোশ্রমিক কল্যাণ সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোশারফ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল গাজীর সঞ্চালনায় লাইন সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সজল সরদারসহ প্রায় পাঁচ শতাধিক অটো গাড়ির মালিক এবং চালকেরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের শ্রমিকেরা চার দফা দাবি তুলে ধরে বলেন, বরিশাল সিটি করপোরেশন থেকে ৭ হাজার ৬১০টি অটো গাড়ির মহাজনী লাইসেন্স দিয়েছে। কিন্তু সেই সব লাইসেন্সগুলোর নবায়ন দিচ্ছে না সিটি করপোরেশন। তাই আমরা লাইনসের নবায়নসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করছি।

শ্রমিকদের দাবিগুলো হলো বরিশাল সিটি করপোরেশন থেকে ৭ হাজার ৬১০টি অটো গাড়ির মহাজনী লাইসেন্স দিয়েছে, সেই সব লাইসেন্সের নবায়ন দেওয়া, অটোচালকদের চালক লাইসেন্স দেওয়া, নগরের রূপাতলী-নথুল্লাবাদ-লঞ্চঘাট-হাতেম আলী চৌমাথা এ সব পয়েন্টে অটোর স্ট্যান্ড দেওয়া এবং সব রুটের ভাড়ার নির্ধারিত চার্ট করে দেওয়া।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ অটোশ্রমিকদের দাবিগুলো দ্রুত মেনে না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

জাজিরা থানার ওসির মরদেহ মুলাদীতে দাফন

যুবলীগ নেতাকে কুপিয়ে পায়ের রগ কাটল দুর্বৃত্তরা, অভিযোগের তীর যুবদল নেতার দিকে

এক-দেড় বছর ধরে ভাইয়ের সঙ্গে কম কথা বলতেন সেই ওসি আল আমিন