হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে কাটা ৬টি মেহগনি গাছ জব্দ করল বন বিভাগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৭: ৩০
সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে কাটা মেহগনি গাছ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়কের পাশ থেকে কাটা ছয়টি মেহগনি গাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাতে গাছগুলো পৌরসভার শেখপাড়া এলাকা থেকে জব্দ করা হয়। আজ শুক্রবার উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেখপাড়া সড়কের সমতা সংঘ নামের একটি প্রতিষ্ঠানের আশপাশে লাগানো অন্তত ১৫টি মেহগনি গাছ কাটা হয়। এর মধ্যে রাতে উপকূলীয় বন বিভাগের কর্মীরা এসে ছয়টি জব্দ করতে সক্ষম হন। জব্দ করা গাছের গুঁড়িগুলো স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

সীতাকুণ্ড পৌরসভার সচিব নজরুল ইসলাম বলেন, গাছগুলো কাটতে পৌরসভা থেকে কাউকে অনুমতি দেওয়া হয়নি। সড়কের পাশ থেকে গাছগুলো কেটে নেওয়া আইনবহির্ভূত কাজ।

সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী আমি রাতে ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ছয়টি গাছের গুঁড়ি জব্দ করেছি। গাছগুলো স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, কেটে নেওয়া মেহগনি গাছগুলো সরকারি না ব্যক্তিগত জায়গায় লাগানো হয়েছে, তা খতিয়ে দেখা হবে। যদি সরকারি জায়গায় লাগানো হয়, তবে অনুমতি ছাড়া কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পর্যটন মৌসুম শেষের পথে দেখা নেই বিশেষ ট্রেনের

রোহিঙ্গা আশ্রয়শিবিরে কলেরার প্রকোপ, দেওয়া হচ্ছে ভ্যাকসিন

সীতাকুণ্ডে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ কিশোরের আত্মহত্যা

বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি আন্তর্জাতিক ফ্লাইট