হোম > সারা দেশ > রাজশাহী

জাল টাকা দিয়ে সিগারেট কিনতে গিয়ে ধরা পড়লেন যুবক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০১: ২২
আটক যুবক হাসান আলী (২২)। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার সময় হাসান আলী (২২) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক সিগারেট কেনার সময় দোকানে একটি জাল টাকার নোট দেন। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাঁকে অন্য নোট দিতে বলেন। পরিবর্তন করে দেওয়া দ্বিতীয় নোটটিও ছিল জাল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দোকানে জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার চেষ্টা করছিলেন ওই যুবক। ওই যুবকের কাছে পাঁচটি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাঁকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ট্রান্সফরমারের খুঁটিতে ঝুলছিল মধ্যবয়সীর লাশ

রাজশাহীতে দুই পক্ষের মারামারি, শিক্ষানবিশ আইনজীবীসহ আহত ৫

ঈশ্বরদীতে ২ দিনব্যাপী ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’ শুরু

চারঘাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, কেটেছে হাতের রগ