লালমনিরহাটের হাতীবান্ধায় অবহেলা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন স্বজনেরা। আজ শুক্রবার বিকেলে উপজেলা সদরের হেলথ অ্যান্ড মেডিকেয়ার ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগে গতকাল বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম দেন উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার রহিছুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম।
মৃত নবজাতকের বাবা রহিছুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘হেলথ অ্যান্ড মেডিকেয়ার ক্লিনিকের চিকিৎসক তৌফিক আল আমিন পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার স্ত্রীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন।
গতকাল বৃহস্পতিবার রাতে মেয়েসন্তান জন্ম হয় তাঁর। কিন্তু সকালে নবজাতক অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসক তৌফিক আল আমিনের কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষার নামে কালক্ষেপণ করতে থাকেন।
নবজাতককে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ক্লিনিকের কর্মচারীরা বাধা দেন। এরপর শেষ মুহূর্তে চিকিৎসা শুরু করেন। এর কিছুক্ষণ পর আমার মেয়ে মারা যায়। পরে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ক্লিনিকের মালিকপক্ষ মৃত নবজাতক বাচ্চাটিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়।’
পরিবারের দাবি, ওই ক্লিনিকের চিকিৎসক তৌফিক আল আমিনের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ওই ক্লিনিকের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করলে অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেন তৌফিক আল-আমিন। পরে কয়েকবার ফোনে যোগাযোগ করা হলেও ডাক্তারের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দবিয়ার রহমান দাবি করে বলেন, ‘বাচ্চা সুস্থ ছিল। শুক্রবার দুপুরের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’