হোম > অপরাধ > রংপুর

ঠাকুরগাঁওয়ে নতুন মাদক ক্রাটম গাছ, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১৮ মার্চ ২০২২, ১৭: ৪০

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ক্রাটম নামের নতুন নেশাজাতীয় গাছ জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার শামীম সরকার সদর উপজেলার বালিয়া গ্রামের মজির উদ্দিন সরকারের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শামীম সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পেছনে বাগান থেকে ১৫টি ক্রাটম নামের গাছ জব্দ করা হয়। এ ঘটনায় ওই রাতেই শামীম সরকারের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। 

মাদকবিরোধী টাস্কফোর্সের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা শাহরিয়ার ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার শামীমকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেবন ও বিক্রির উদ্দেশ্যে ক্রাটমগাছ আবাদ করছিলেন ওই যুবক।’

পাটগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

আলুর কেজিতে উৎপাদন খরচ ২৫ টাকা, বিক্রি ১৮ টাকা

নিয়োগ-চাঁদাবাজি ছিল আফতাবের কবজায়

শূন্যরেখার শেষ প্রান্তে বিএসএফের বেড়া নির্মাণ, পাটগ্রাম সীমান্তে উত্তেজনা