হোম > অপরাধ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার অভিযোগে কারাগারে ছেলে

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ০৫

ঠাকুরগাঁও পৌর শহরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে নিজের বিচার চাইতে থানায় হাজির ছেলে মো. গোলাম আজম (৩০)। আজ সোমবার অভিযুক্ত আজমকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে হক (৬০) শান্তিনগর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নিহত ফজলে হকের ভাতিজা সামসুজ্জামান বলেন, আজম রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (রুয়েট) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি  মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় চাকরি ছেড়ে বাসায় চলে আসেন। পরিবারসহ স্থানীয়দের দাবি আজম দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

ওসি কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্য রাতে আজম থানায় এসে নিজেকে সোপর্দ করে বলেন, ‘বাবাকে খুন করছি। এই হত্যার জন্য নিজের বিচার চাই।’ আজমের দেওয়া তথ্য মতে পুলিশ ওই বাসা থেকে ফজলে হকের মরদেহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ছেলে তাঁর বাবাকে ধারালো চাকু দিয়ে হত্যা করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

খানসামায় ভুট্টাখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মামলায় যুবক গ্রেপ্তার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ৭ দশমিক ৩ ডিগ্রি

শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

অর্থাভাবে সংস্কার নেই ক্ষতবিক্ষত সড়ক